মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু (আছিয়া)। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমেও।
সাধারণ মানুষ বিচার চাওয়ার পাশাপাশি শোবিজের তারকারাও ফুঁসে উঠেছেন। ধর্ষণের নিন্দা ও বিচার দাবি করেছেন সুপার স্টার শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতিও বিচার দাবি করেছেন। এরই ধারাবাহিকতায় অষ্ট্রেলিয়া থেকে সামাজিক মাধ্যমে আছিয়াকে নিয়ে ক্ষুদে বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
রোববার (৮ মার্চ) রাতে এক পোস্টে এই নায়িকা লিখেন, ‘শিশু আছিয়ার পাশবিক ধর্ষণের খবর শুনার পর থেকে মনটা বিধ্বস্ত হয়ে গেছে। এই নিষ্ঠুর ও লজ্জাজনক ঘটনা সবার বিবেককে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। দোয়া করি আছিয়া সুস্থ হয়ে তার মা-বাবার কোলে ফিরে যাক।”
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।
ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।