• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

গুরুতর অসুস্থ রুক্মিণী, কী হয়েছে অভিনেত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:১৫ পিএম
গুরুতর অসুস্থ রুক্মিণী, কী হয়েছে অভিনেত্রীর
অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী । অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। জানা যায়,  বেশ কিছুদিন থেকে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী।

সে অসুস্থতা নিয়েই দেব অভিনীত ‘খাদান’ সিনেমার ৫০ দিনের সাফল্য উদ্‌যাপনের এক অনুষ্ঠানে অংশ নেন। আর তারপরই শারীরিক অসুস্থতা আরও বাড়তে শুরু করে রুক্মিণীর।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। হাতে স্যালাইন লাগানো সে ছবির ক্যাপশনে তিনি লেখেন, হাল ছাড়ছি না। লড়াই করছি।

জানা যায়, শারীরিক কিছু জটিলতা তৈরি হওয়ার কারণেই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন রুক্মিণী। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতালের বেডে শুয়েই নিজের ছবি ‍‍`বিনোদিনী‍‍` নিয়ে সমাজমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন রুক্মিণী।

Link copied!