বেশ আয়োজন করে ছয় বছর আগে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিটির শুটিং শুরু করেছিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে সেন্সর বোর্ডের গণ্ডিও পেরিয়েছে ছবিটি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
শাহরিয়ার শাকিল জানান, ‘পেয়ারার সুবাস’ আগামী বছরের শুরুতে মুক্তি দেবেন।
এত বিলম্বের কারণ জানতে চাইলে শাহরিয়ার শাকিল বলেন, “মাঝে লম্বা সময় ধরে করোনা মহামারি ছিল। আরেকটা বিষয় হলো, সবাই জানেন যে নুরুল আলম আতিক অত্যন্ত গুণী একজন নির্মাতা। তিনি বেশ সময় নিয়ে, চিন্তাশীল কাজ করেন। সময় বেশি লেগেছে বটে, কিন্তু আমরা ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এখন দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে। তারা ভালো গল্পের কাজ গ্রহণ করছেন। সুতরাং আমরা আশা করছি ‘পেয়ারার সুবাস’ও দর্শক পছন্দ করবেন।”
২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’র শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট প্রোডাকশন। সেটা শেষ হতে সময় লাগে আরও তিন বছর।