বলিউডের তারকা দম্পতি সাইফ-কারিনার ১০৩ কোটির ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পল্লিতে ফ্ল্যাটে থাকেন এই দম্পতি। সেই ফ্ল্যাটেই দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন অভিনেতা সাইফ আরী খান।
বলিপাড়া সূত্রে খবর, ১২ তলার এই ফ্ল্যাটের অষ্টম তলায় থাকেন তারকা দম্পতি। প্রায় ১০ বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন সাইফ। বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা।
এই ফ্ল্যাটে মোট পাঁচটি শয়নকক্ষ রয়েছে। বিশাল ছাদ-বারান্দার পাশাপাশি রয়েছে আরও দু’টি বড় ঘর। গান-বাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চা করার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিং পুলও।
তারকা জুটির বাড়ির সামনে নিত্যদিন থাকে আলোকচিত্রীদের ভিড়। সকাল-সন্ধ্যায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন পাপারাজ্জিরা। কিন্তু অভিনেতার সুরক্ষিত বাড়িতে অতর্কিতভাবে কী করে ঢুকে পড়ল দুষ্কৃতী?
তা নিয়ে সন্দেহ নেটপাড়ার। ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পাশপাশি অন্য তারকাদের সাবধান করেছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে।
পুলিশ আরও সন্দেহ করছে, আক্রমণকারী বাড়ির নকশা জানতেন। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছনোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল তিনি।
‘সৎগুরু শরণ’ আবাসনের সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা গেছে। কিন্তু সাইফ-কারিনা দুই ছেলেকে নিয়ে যেখানে থাকেন, সেখানে নেই ক্যামেরার নজরদারি। শুধু তা-ই নয়, তাদের আবাসনের দরজায় কোন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী থাকেন না পাহারার জন্য। আবাসনের কোনও রেজিস্ট্রির খাতা নেই। কে কখন আবাসনে ঢুকছেন, তার কোনও খতিয়ান নেই।
মুম্বাই পুলিশ কর্মকর্তারা নাকি তদন্তে নেমে নিজেরাও হতভম্ব এত বড় দুই তারকা যেখানে থাকেন, সেখানে নিরাপত্তার এমন শিথিলতা দেখে।
পুলিশ জানায়, এই ঘটনা সাইফ-কারিনাসহ অন্য তারকাদের চোখ খুলে দিয়েছে। এই মুহূর্তে বলিউডের উপলব্ধি নিরাপত্তাই সবার আগে কাম্য। যেটা তাদের নিশ্চিত করা প্রয়োজন।