গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। রূপে, গুণে, অভিনয়ে অতি অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। বড় পর্দায় পরীর অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এরপর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। এভাবে পরীমনি একে একে নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি।
পরীমনি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পেলেও ব্যক্তিজীবন, স্ক্যান্ডাল, দাম্পত্য জটিলতাসহ নানা কারণে বার বার খবরের শিরোনাম হয়েছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন চিত্রনায়িকা পরীমনি। লিখেছেন, কথা বলেছেন সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয় নিয়েও।
বিয়ে বিচ্ছেদ, মামলা, নানার মৃত্যু, অসুস্থতাসহ ব্যক্তিজীবনের নানা ঝড়ের ধাক্কা সামলে শোককে শক্তিতে পরিণত করে পরীমনি ২০২৫ সাল শুরু করেছেন নতুন উদ্যমে। দুই সন্তান নিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন আলোচিত এই অভিনেতা। রোববার ৫ জানুয়ারি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
‘সংবাদ প্রকাশ’ পাঠকদের জন্য ছবি গুলো প্রকাশ করা হলো-