• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদির মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০২:০২ পিএম
সৌদির মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস
সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ছবি: সংগৃহীত

নগরবাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তার গানে মুগ্ধ দর্শক ও শ্রোতা। গত ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণ মঞ্চ কাঁপালেন এই শিল্পী। এবার সৌদি আরবের মঞ্চ মাতাতে যাচ্ছেন নগরবাউল।

আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস। সেখানে একটি কনসার্ট করবে জেমস-ফান্টিরা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

তিনি বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।’

রক্ষণশীলতার মোড়ক থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির।

এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে।

Link copied!