• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবারের মতো কান উৎসবে সৌদি সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০২:২৪ পিএম
প্রথমবারের মতো কান উৎসবে সৌদি সিনেমা
নোরা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। ছবি : সংগৃহীত

অন্যান্য বছরের মতো এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে প্রথমবারের জায়গা পেয়েছে সৌদি আরবের কোনো সিনেমা।

সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নেওয়া সিনেমাটির নাম ‘নোরা’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমাটিতে উঠে এসেছে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র।

এই তথ্য প্রকাশ করেছেন কান উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো। তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে উৎসবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন।

থিঁয়েরি ফ্রেমো জানান, এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫-২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প। মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি।

Link copied!