প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এক ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “এক সাথে এতো কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। শনিবার বিকেল ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!”
এছাড়াও নির্মাতা তার অন্য সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ প্রসঙ্গে লেখেন, “আর ৩০ তারিখ তো চরকি-তে আসছেই ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি।”
হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ এই সিনেমা অবশেষে ওটিটিতে উপভোগ করতে পারবে সিনেমাপ্রেমি দর্শক।
বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজিতেও হয়েছে ডাবিং। ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।