• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শ্রাদ্ধানুষ্ঠানের বদলে পূজার্চনা করবেন সতীশের পরিবার


তপন বকসি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০১:৩০ পিএম
শ্রাদ্ধানুষ্ঠানের বদলে পূজার্চনা করবেন সতীশের পরিবার

মৃত্যুর পর সতীশ কৌশিকের চিতাভষ্ম হরিদ্বারের রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগের মোহনায় বিসর্জন দেওয়া হয়। সতীশের ১১ বছরের মেয়ে বংশিকার বদলে ভাইপো নিশান্ত কৌশিক মুখাগ্নি করেন।

নিশান্ত এ দিন মুম্বাইয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমার কাকা, কাকিমা তাদের মেয়ে সাধারণ জীবন-যাপন করেন। টিপিক্যাল বলিউড ফ্যামিলির মতো নয়। তাই কাকার হঠাৎ মৃত্যুর পর চারদিক থেকে আসা এত মিডিয়া আকর্ষণে তারা ঠিক স্বচ্ছন্দ বোধ করছেন না। নিজেদের ব্যক্তিগত জীবনে এরকম মিডিয়া আকর্ষণে ওরা অনভ্যস্ত। তাই পরিবারের পক্ষ থেকে সেভাবে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। এই শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করলে সেখানে বলিউডের সেলিব্রিটিদের সমাগম হলে আবার তারা মিডিয়ার মুখে পড়বেন, তাই তারা ঠিক করেছেন সর্বসমক্ষে আনুষ্ঠানিক শ্রাদ্ধানুষ্ঠানের বদলে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন পূজার্চনা করবেন ঘরে। পারিবারিক কোনো শাস্ত্রীয় কাজ এভাবেই পালন করতে ভালোবাসতেন কাকা সতীশ কৌশিক।”

সতীশ কৌশিকের ভাইপো নিশান্ত কৌশিকের আরও বলেন, “কাকার আকস্মিক মৃত্যুর পর কাকিমা কথা বলাই প্রায় ছেড়ে দিয়েছেন। পুরো  পরিবারের জীবনের গতিপথ যেন হঠাৎ থমকে গিয়েছে। কাকিমা সারাক্ষণই চুপ করে থাকছেন। কাকার ১১ বছরের মেয়ে বংশিকা বাড়িতে আসা অতিথিদের সামনে কোনো কথা বলছে না। কিন্তু সবাই চলে গেলে যখনই ও একা হচ্ছে তখনই অস্বস্তি বোধ করছে।”  

সতীশ কৌশিকের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের ২১ মার্চ প্রয়াত সতীশ কৌশিকের আত্মার স্মরণে এক প্রার্থনা সভার আয়োজন করছেন যেখানে উপস্থিত থাকবেন বলিউডে সতীশ কৌশিকের সহকর্মী অভিনেতারা।

Link copied!