লাক্স তারকা, অভিনেত্রী, লেখক শানারেই দেবী শানু বিয়ে করেছেন। পাত্র মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী হলেও লেখাটা তারও নেশা! আর এ সূত্র ধরেই নতুন জীবনে পা রাখলেন তারা। গত বছর বিয়ে করলেও সুখবরটি জানালেন অনেক পরে। পাত্র মাহবুব জামিল পেশায় প্রকৌশলী, পাশাপাশি লেখালেখিও করেন। লেখালেখির সূত্রেই তাদের পরিচয়। তারপর বছরখানেক আগে তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে নেন তারা। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন শানু।
দুই বছর আগে ঢাকার মগবাজারে আজব প্রকাশনী কার্যালয়ে শানুর সঙ্গে মাহবুবের পরিচয়। এরপর কথাবার্তা হয়। ঢাকার অমর একুশে বইমেলায় দুজনকে প্রায় সময় একসঙ্গে দেখা গেছে। অভিনয় দিয়ে পথচলা শুরু হলেও নিয়িমত লেখালেখির চর্চা করেন শানু। কয়েক বছর ধরে বইমেলায় তার গল্প, উপন্যাস কিংবা কবিতার বই প্রকাশিত হয়।

রোববার দুপুরে শানু জানালেন, গত বছরের ভালোবাসা দিবসে বিয়ে করলেও তখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। এ বছর প্রথম বিয়েবার্ষিকী উদ্যাপনের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেন। এর পর থেকে তা জানাজানি হয়।
শানু বলেন, ‘ভালোবেসে বিয়ের পর আমরা সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু বিয়ের পর থেকে নানা জটিলতা সামনে আসে। এরপর তো রাজনৈতিক অস্থিরতার কারণে খবরটি আরও জানাতে চাইনি। তবে বিয়ের বিষয়টি আমাদের কাছের মানুষেরা জানতেন। এখনো অস্থির একটা সময়ের মধ্যে আছি আমরা। সংবাদমাধ্যমে বিষয়টি অফিশিয়ালি জানানো হয়নি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় বিয়ের বিষয়টি অনেকেই অবশ্য জেনেছেন।’