• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্যামের ‘৩৬শে জুলাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৪:৩৮ পিএম
স্যামের ‘৩৬শে জুলাই’
শাহিন সুমন ও নির্মাতা রাশেদ শামীম স্যাম। ছবি: নির্মাতার দেওয়া

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দেশে চলমান পরিবর্তনের এ সময়ে একের পর এক নানা আলোচিত ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে অন্যতম ইস্যু ‘আয়নাঘর’, যা নিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক।

‘আয়নাঘর’, ‘ভয়ংকর আয়নাঘর’, ‘হারুনের ভাতের হোটেল’, ‘টর্চার সেল’, ‘অন্ধকার আয়নাঘর’, ‘বাঁশের লাঠি’র পর ‘৩৬শে জুলাই’ নামের সিনেমা নির্মাণের কথা জানালেন তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম।

এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি। এই সিনেমাটিতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত নয়। তবে একঝাঁক নতুন মুখ অভিনয় করবেন বলে জানিয়েছেন পরিচালক স্যাম। বিশেষ চরিত্রে আজমেরী হক বাঁধন, শিবা সানু, হেলাল খানকে নিতে আগ্রহী তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির শুটিং করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

স্যাম বলেন, ‘চলমান ঘটে যাওয়া ছাত্র আন্দোলন নিয়ে তৈরি হবে ৩৬শে জুলাই (১ দফা)। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমাটির চিত্রনাট্য। আন্দোলনের ৩৬ দিনের ঘটনা গল্পে দেখানো হবে। জুলাই মাসে যে অমানবিক ঘটনা ঘটেছে তা যদি যথাযথ ভাবে পর্দায় আনা যায় মানুষ চোখের মানি ফেলবে।’

Link copied!