দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থতার কথা প্রায় সবারই জানা। ২০২২ সালে মায়োসাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন এই রোগের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন তিনি। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়তেই চাইছে না সামান্থা রুথ প্রভুর। আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এবার তাকে কাবু করেছে চিকুনগুনিয়া। ফলে নায়িকা একেবারে শয্যাশায়ী। অসুস্থতার খবর সমাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সামান্থা।
অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন। পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন।
সামান্থা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’
তিনি আরও জানিয়েছেন, ‘শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তা বলে এভাবেও বেশি দিন কাটাতে রাজি নন। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চাইছেন। কারণ, হাতে অনেক কাজ।