• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

‘সিকান্দার’ সিনেমার টিজার প্রকাশ, সাল্লু ভাইয়ের অ্যাকশন জাদুতে মাত ভক্তরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:৩৪ পিএম
‘সিকান্দার’ সিনেমার টিজার প্রকাশ, সাল্লু ভাইয়ের অ্যাকশন জাদুতে মাত ভক্তরা
টিজারে সালমান খান। ছবি: সংগৃহীত

প্রকাশ হলো সালমান খানের বহুল কাঙ্ক্ষিত ‘সিকান্দার’ সিনেমার টিজার। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন টিজারের জন্য। তাদের অপেক্ষার পালা শেষ। রোববার (২৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে টিজারটি। আবারও সাল্লু ভাইয়ের অ্যাকশন জাদুতে মাত হয়েছেন তার ভক্তরা।

দুর্দান্ত অ্যাকশন, সালমানের অতি পরিচিত সেই ট্রেডমার্ক স্টাইল, শরীরী ভাষা নিয়ে আবারও হাজির তিনি। মূলত টিজারে উঠে এসেছেন পুরনো সালমানই। তবু টিজার দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। 

টিজার শেয়ার দিয়ে তারা সেই উচ্ছ্বাস দেখাচ্ছেন। এক ভক্ত লিখেছেন, ‘এটা কী ছিল, ম্যান! টিজার দেখেই বোঝা যাচ্ছে কী আসতে চলেছে। এই ঈদটা আপনার, স্যার!’ আরেকজন লিখেছেন, ‘এটা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সালমান খান সবসময়ই অসাধারণ।’ আরেক ভক্ত টিজারটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘কী দুর্দান্ত শট এবং চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক।’

অন্যজন লিখেছেন, “একজন ভালো পরিচালকের সাথে যখন সালমান কাজ করেন, সেটি হয়ে যায় অসাধারণ। কী চমৎকারভাবে পর্দায় হাজির হন তিনি। ‘সিকান্দার’ বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে।”

‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ ডিসেম্বর (শুক্রবার) সালমান খানের ৫৯তম জন্মদিনে। কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে মুক্তির তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বর করা হয়। এদিন বিকেল ৪ টা ৫ মিনিটে মুক্তি পায় এটি।

২০১৪ সালে প্রথমবারের মতো সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা ‘কিক’ সিনেমাতে জুটি  বাঁধেন। সিনেমাটি আয় করেছিলো ৩০০ কোটি রুপি। সেসময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিলো। ঠিক ১০ বছর পর তারা আবারও ফিরছেন।

‘সিকান্দার’ সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমন যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।

সূত্র: এনডিটিভি 
 

Link copied!