বলিউড স্টার সালমান খান পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন। ভারতে পাকিস্তানি শিল্পীদের বছর খানেক ধরেই নিষিদ্ধ করে রেখেছে সিনে সংগঠন। তবে সুপ্রিম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সালমান খান।
বুধবার (২৬ মার্চ) ঈদে আসন্ন সিনেমা ‘সিকান্দার’র প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে।
‘উরি’ হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউড বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হয়েছে। সিনে সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ।
এবার সালমান খান জানালেন তিনি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান। তবে শর্ত একটাই, যদি কেন্দ্রীয় সরকার অনুমতি দেয় তবেই। ভবিষ্যতে আপনি কি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান?
‘সিকান্দার’র প্রচারে সাংবাদিকরা প্রশ্ন ছুড়েছিলেন ভাইজানকে। তার উত্তরে অভিনেতা বলেন, আগে দেশের সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া যাক। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দিক সরকার। আমি তো ওদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ওরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।
আসছে ৩০ মার্চ সিনেমা হলে দেখা যাবে ‘সিকান্দার’। এটি নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। এতে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিশেষ চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।