• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলার তাজকে নিয়ে সায়নের গান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৫:৪১ পিএম
বাংলার তাজকে নিয়ে সায়নের গান
তাজউদ্দীন আহমদকে নিয়ে সায়ানের গান। ছবি: সংগৃহীত

স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে গান গেয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ন নিজেই।

গানটি নিয়ে সায়ান বলেন,  ‘‘এই গানটি আমার শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন তাজউদ্দীন আহমেদ-এর জন্য। যাকে এই বাংলাদেশ পেয়েছিল এবং যিনি আমাদের বাংলাদেশ দিয়েছিলেন। এই গানটির অর্থ অবশ্যই কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রতি আমার সমর্থন নয়। এই গানটি এমনকি তাজউদ্দীন আহমেদ যে দলের হয়ে রাজনীতি করতেন, তার প্রতি আমার প্রশংসা বা নিন্দা কোনোরূপ মনোভাব প্রকাশ করেনা।’’

সায়ন আরও বলেন, এই গানটি শুধুমাত্র একজন সায়নের ভালোবাসা এবং স্যালুট, একজন তাজউদ্দীন আহমেদের জন্য।  

এর আগে সংবাদমাধ্যমে গানটি প্রসঙ্গে সায়ন বলেন, ‘‘তাজউদ্দীন গানটি অনেক আগেই তৈরি করেছিলাম। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। গানটি তাজউদ্দীন আহমদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, আমার নিবেদন। এই মানুষটিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। রাজনীতি ও দেশপ্রেমের ধরন, সততা ছিল যার অলংকার। তিনি নিজেকে প্রচার করতে পছন্দ করতেন না। এই জায়গাগুলো যখন আমি আবিষ্কার করি, তখন থেকে তার প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। এই প্রথম একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো গান করেছি।’’

শুক্রবার (৩ নভেম্বর) সায়ানের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে গানটি। মনের তাগিদে নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভুত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’।

Link copied!