বলিউড স্টার সাইফ আলী খানের ওপর হামলার একদিন পার হয়েছে। তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। এবার স্বামীর উপর হামলা নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তাদের অনুরাগী এবং ফটো সাংবাদিকদের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এক্সের পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের বাড়তি উদ্বেগ আমার পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনযাপনকে সম্মান করুন।’
সাইফের ওপর হামলার পর স্বাভাবিকভাবেই কারিনা বিচলিত হয়ে পড়েছিলেন। গতকাল (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার দীর্ঘক্ষণ সাইফের পাশে হাসপাতালে তিনি অবস্থান করছিলেন।
এ ঘটনা সাইফ-কারিনার পরিবারের পাশাপাশি ভারতজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কারিনা তার পোস্টে আরও লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনো পুরো ঘটনা বোঝার চেষ্টা করে যাচ্ছি। সংবাদমাধ্যম ও ফটো সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর, গুজব ছড়াবেন না। আমাদের পরিবারকে আমাদের মতো থাকতে দিন।’
নিজেদের নিরাপত্তার প্রসঙ্গে কারিনা বলেন, ‘সবার সাহায্য এবং উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একই সঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় এবং সুযোগ দেবেন।’
সাইফ আলী খান এখনো লীলাবতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তাররা জানিয়েছেন, এ অভিনেতা আপাতত বিপদমুক্ত রয়েছেন। কিন্তু পুরোপুরি সুস্থ হতে তার অনেকটা সময় লাগবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে সাইফের উপর হামলায় অভিযুক্ত দুষ্কৃতকারীকে চিহ্নিত করা গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি মুম্বাই পুলিশ। জানা গেছে, সাইফের বাড়িতে প্রবেশের পর ধারালো অস্ত্র দেখিয়ে গৃহপরিচারিকাকে হুমকি দেয় হামলাকারী। তার কাছ থেকে ১ কোটি রুপি দাবিও করে। গতকাল রাতে সেসব দুষ্কৃতকারীর ছবি পুলিশ প্রকাশ করেছে।