দিল্লিতে চলছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। যেখানে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাপুর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
যেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সাইফ আলী খান, কারিশমা কাপুর খান, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদার জৈন, আরমান জৈন, নিতু সিংসহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খানও। তাদের জন্যই এদিন মোদির অটোগ্রাফ নেন কারিনা কাপুর খান। মোদির সঙ্গে কাপুরর পরিবারের সাক্ষাতের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি, তাকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্নও করে কাপুর পরিবার। এমনকি, মোদির রোজনামচার খোঁজও নেন তারা। মোদির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানান কাপুর পরিবারের জামাই সাইফ আলী খান।
তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে বলেন, “আমার বাবা-মার কথাও তিনি জানতে চেয়েছিলেন। তৈমুর ও জেহ্কে কেন নিয়ে এলাম না, সেই প্রশ্নও করেছেন। কারিনার জন্য একটা কাগজে সই করে দিয়েছেন। আমার তাকে দেখে মনে হয়েছে, তিনি সত্যিই দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন। তার মধ্যেও সময় বার করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।”
অভিনেতা আরও বলেন, “সারা দিনে কতক্ষণ বিশ্রাম নেন, সেই প্রশ্নও আমি রেখেছিলাম। তিনি বললেন, রাতে মাত্র তিন ঘণ্টা বিশ্রাম নেন তিনি। তাই সত্যিই আমাদের জন্য সময় বের করার জন্য আমরা ধন্য।”
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বেশ ভয়ে ভয়ে ছিল গোটা কাপুর পরিবার। এ কথা জানিয়েছেন রণবীর কাপুর। রণবীর একটি ভিডিওতে বলেছেন, “আমাদের কাপুর পরিবারের জন্য খুবই বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রীজি এ দিন আমাদের তার মূল্যবান সময় দিয়েছেন এবং শ্রী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। তার সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। খুবই আন্তরিকতার সঙ্গে তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম।”