নতুন বছরের শুরুতেই মন খারাপের কথা জানালেন আলোচিত অভিনেত্রী সায়ন্তিকা। তার মন খারাপের কারণ — ছোট্ট পোষা প্রাণিটি তাকে ছেড়ে চলে গেছে। যাকে ঘিরে অনেক সময় কাটত অভিনেত্রীর। শুধু তাই নয়, রীতিমতো আগলে রাখতেন সায়ন্তিকা। তাকে হারিয়ে সায়ন্তিকার মন ভারাক্রান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি আর ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ফিনি- তুমি একজন দেবদূত। তুমি আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকী যেদিন তুমি চলে গেছ। তিনি আরও লেখেন, তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে।
বিশেষ করে মা এবং বাবার। যদিও তারা তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারা শীঘ্রই নিজেদের মনকে একটু স্থির করতে পারবে। কারণ, এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন…। বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই যে তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। আমরা পরিবারের সবাই তোমাকে মিস করছি।
বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মনিরুল ইসলামের প্রথম প্রযোজিত ছবি নাম ‘ছায়াবাজ’-এর বেশ কিছু অংশে শুটিং করছেন তিনি । ছবিতে তার নায়ক জায়েদ খান।