• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

বড়দিনে সাবরিনা কার্পেন্টারের উপহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১১:২৭ এএম
বড়দিনে সাবরিনা কার্পেন্টারের উপহার
গায়িকা সাবরিনা কার্পেন্টার। ছবি: সংগৃহীত

সাবরিনা কার্পেন্টার। হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী। আসন্ন বড়দিন উপলক্ষে তিনি হাজির হয়েছেন উপহার নিয়ে। যা তার ভক্তদের জন্য বিশেষ তো বটেই। তিনি প্রকাশ করেছেন নতুন গানের অ্যালবাম। এর নাম ‌‘অ্যা ননসেন্স ক্রিস্টমাম’। অ্যালবামটিতে রয়েছে ক্লাসিক্যাল ক্রিসমাস গান এবং শিল্পী নিজের কিছু হিট গান।

এই দুই গায়িকা একসঙ্গে অসাধারণ কাজ করেছেন। তারা নেটফ্লিক্সের বিশেষ শোতে ‘লাস্ট ক্রিস্টমাস’ গানটি পরিবেশন করেছেন। সেটি ৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। তারা গান গাওয়ার পাশাপাশি নেচেও বেশ মজা করেছিলেন।
নেটফ্লিক্সে লগইন করে সাবরিনার নতুন গানের অ্যালবাম ‘অ্যা ননসেন্স ক্রিস্টমাস’ উপভোগ করা যাচ্ছে।

Link copied!