• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

নতুন দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:০৪ পিএম
নতুন দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ফাইল ফটো

সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে গান গাইতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খানিকটা সুস্থ হয়ে আবারও সঙ্গীত জগতে ফিরেছেন। কণ্ঠ দিয়েছেন একটি নতুন দেশাত্মবোধক গানে।

গানটি লিখেছেন দেশের খ্যাতনামা গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। এর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী এবং এই প্রজন্মের আরও ১০ জন শিল্পী। তাদের মধ্যে একজন হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত শিল্পী আতিয়া আনিসা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, “আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।”

আতিয়া আনিসা আরও লিখেছেন, “এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক; যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা—এ অভিজ্ঞতা কখনো ভুলবো না।এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত!”

দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের একটি অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। হঠাৎ সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি।

Link copied!