• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সাবিনা, কবে দেশে ফিরবেন ‘কোকিলকণ্ঠী’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ১১:৫১ এএম
সিঙ্গাপুরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সাবিনা, কবে দেশে ফিরবেন ‘কোকিলকণ্ঠী’
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি: ফেসবুক থেকে

সিঙ্গাপুরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।  দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন কিংবদন্তি  এই কণ্ঠশিল্পী।  গত ২১ এপ্রিল তার দীর্ঘদিনের সহকারী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন, কোরবানির ঈদের আগেই দেশে ফিরবেন ‘কোকিলকণ্ঠী’। কিন্তু না, আরো এক মাস সিঙ্গাপুরে থাকতে হবে তাকে।
বুধবার (২৯ মে) সাবিনা ইয়াসমিনের দীর্ঘদিনের সহকারী গায়ক জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘আপার যে থেরাপিটা চলছে, ভেবেছিলেন বাংলাদেশে এসে সেটা নেবেন।
তবে খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশে থেরাপিটা নেওয়ার ব্যবস্থা নেই। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কোর্স শেষ করে দেশে ফেরার। আশা করছি, জুনের শেষ সপ্তাহের দিকে তিনি দেশে ফিরবেন।’

২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ক্যান্সার জয় করেছিলেন। ফেরেন গানের জগতেও। এই সময়ে চলচ্চিত্র ও অডিওর গানের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শোতে।

তিন মাস আগে (ফেব্রুয়ারি) ফের দুঃসংবাদ এলো, নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই গুণী শিল্পী।
 

Link copied!