• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে মুক্তি পাচ্ছে ‘রং ঢং’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১০:৩১ এএম
অবশেষে মুক্তি পাচ্ছে  ‘রং ঢং’
‘রং ঢং’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অবশেষে আহসান সারোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘রং ঢং’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (৮ নভেম্বর)। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখা নতুন শিল্পীদের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। গত তিন বছর ধরে সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। 

নির্মাতা সরোয়ার বলেন, ‘ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডে ‘রং ঢং’ জমা দিয়েছিলেন ২০১৯ সালে। ওই সময় কিছু বিষয়ে সংশোধন দেখিয়ে সিনেমাটি সেন্সরে আটকে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, “সংশোধন করে আবার জমা দেওয়া হলে, বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। যদিও ব্যান করার কোনো কারণ তারা দেখাতে পারেনি। তারপর সিনেমাটি নিয়ে আপিল বিভাগে যাই। সেখান থেকে গতবছর সিনেমাটির ছাড়পত্র মিলেছে।"

‍‍‘রং ঢং‍‍’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরও অনেকে।

২০১৬ সালে ‘রং ঢং’ এর শুটিং শুরু হয়েছিল। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ দেশের আরও কয়েকটি জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ। সে সময় সিনেমার দুটি গান ‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।

সিনেমায় সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স এবং তাসনুভা।

Link copied!