শুটিং চলাকালে ভারতের হায়দরাবাদে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং চলাকালীন হাতে চোট লাগে তার। সে মুহূর্তেই পরিচালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ছোট একটি অস্ত্রোপচার করা হয় তার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গাড়ির পেছনে ধাওয়া করার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
রোহিত শেঠির মুখাপত্র বলেন, “রোহিত শেঠি তার হাতের আঙুলে আঘাত পেয়েছেন। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় শুটিং বন্ধ ছিল। হাসপাতাল থেকে ফিরেই পুনরায় শুটিং শুরু করেন তিনি।”
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের জন্য বিরাট বড় সেট তৈরি করা হয়েছে রামোজি ফিল্ম সিটির অন্দরে। সিরিজটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সিদ্ধার্থ ছাড়াও এ সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে। এর আগে এ সিরিজের শুটিং সেটে পা ভেঙেছিল শিল্পার, তার আগে গুরুতর আহত হয়েছিলেন সিদ্ধার্থ। সবকিছু ঠিক থাকলে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পাবে।