• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রবি থেকে আবুল হায়াতের ‘রবি পথ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫২ পিএম
রবি থেকে আবুল হায়াতের ‘রবি পথ’
অভিনেতা আবুল হায়াত। ছবি: ফেসবুক থেকে

নিজের আত্মজীবনী  লিখলেন দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত। বইয়ের নাম দিয়েছেন ‘রবি পথ’। আগামী ৭ সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করার কথা রয়েছে।

‘রবি পথ’ নিয়ে কিংবদন্তি এই অভিনেতা জানান, ‘তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে অভিনেতার বাবা আদর করে তাকে রবি ডাকতেন। সেই রবি থেকেই বইয়ের নাম ‘রবি পথ’। বইটিতে আমার শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াত হয়ে ওঠার গল্প থাকবে।’

আত্মজীবনী লেখা নিয়ে তিনি বলেন “বইটি লিখতে আমি অনেক সময় নিয়েছি, যা প্রায় ১০ বছর। কারণ এটি আমি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। বইতে আমার জন্ম থেকে এই পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এতে।”

৭৯ বছর বয়সী অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‍‍`আগুনের পরশমণি‍‍`, ‍‍`জয়যাত্রা‍‍`, ‍‍`গহীনে শব্দ‍‍`, ‍‍`অজ্ঞাতনামা‍‍`সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‍‍`দারুচিনি দ্বীপ‍‍` চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে ট্রেনে চেপে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনো নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেতা। 

Link copied!