জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন দীর্ঘ ১৭ বছর পর বেতারে গাইলেন। ‘রক্তে ভেজা বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গান গাইলেন এই গায়িকা। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন কাজী ফারুক বাবুল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশনে গানটি রেকর্ড করা হয়েছে।
এর আগে ১৯৯২ সালে রিজিয়া পারভীন কাজী ফারুক বাবুলের কথা, সুর ও সংগীতে ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ শিরোনামে একটি গান করেছিলেন। গানটি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে প্রচারিত হবার পর প্রশংসিত এবং ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল।
উল্লেখ্য, শহীদ জিয়ার ওপর এই গান লেখার জন্য আওয়ামী সরকার কাজী ফারুক বাবুলকে বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে ৬ মাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখে রিমান্ড ও ডিটেনশন দিয়ে।
পরবর্তীতে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা এই গানে জিয়ার নাম মুছে ফেলে মুজিবের নাম বসিয়ে বিটিভিতে প্রচার করে এবং বিপুল ফায়দা লুটে।