জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। নব্বই দশকের শেষদিকে লাভার বয় খেতাব পাওয়া এই নায়ক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। ১৯৭২ সালের ২৬ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। সে হিসেবে প্রিয় নায়কের জন্মদিন শনিবার (২৬ অক্টোবর)। বিশেষ এই দিনে ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে নায়ককে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
প্রয়াত নায়ক জসীমের হাত ধরে ‘বাংলার নায়ক’ নামের চলচ্চিত্রের মাধ্যমে রিয়াজের অভিষেক হয় ১৯৯৫ সালে। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন এই নায়ক।
এরপর সালমান শাহের মৃত্যুতে যে শূণ্যতা দেখা দেয় প্রযোজক ও পরিচালকরা রিয়াজকে বেছে নেন সেই শূন্যতা পূরণের নায়ক হিসেবে। শাবনুরের সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান রিয়াজ। নানা কারণে সেই জুটি ভেঙ্গে গেলে পূর্ণিমার সঙ্গেও জুটি বেঁধে দারুণ সাফল্য পান রিয়াজ।
রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’ নামে একটি ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কলকাতার সঙ্গে বেশ কিছু যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে।
চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। চলচ্চিত্রগুলো হলো- ‘দুই দুয়ারী’ (২০০০), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) ও ‘কি যাদু করিলা’ (২০০৮)।
১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট।
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ কর্মকর্তা। উচ্চতর ট্রেনিং নিয়েছিলেন তুরস্কে, অত্যাধুনিক যুদ্ধ বিমান চালানোর। কিন্তু, আকাশে কোন দূর্ঘটনা না ঘটালেও, তার দেয়া তথ্যমতে, এক সড়ক দূর্ঘটনায় আহত হলে, পায়ের লিগামেন্ট মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার আর বিমান বাহিনীতে চাকুরি করা সম্ভব হয়নি। যদিও বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। এরপর যুক্ত হন চলচ্চিত্রে।
নায়ক রিয়াজ ক`বছর আগে থেকে, রাজনৈতিক কর্মকান্ডের জন্য তিনি চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে বিতর্কিত হয়ে আসছিলেন।