• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মারা গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী সারদা সিনহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১২:৫১ পিএম
মারা গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী সারদা সিনহা
সঙ্গীতশিল্পী সারদা সিনহা। ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিশিষ্ট লোকসংগীত শিল্পী সারদা সিনহা।  তার বয়স হয়েছিল ৭২। পদ্মভূষণ খ্যাত এই শিল্পী দিল্লির এইমস-এ গত ২৫ অক্টোবর থেকে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্তব্ধ হয়ে যায় শিল্পীর জীবন। তার মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ।

২০১৭ সালে তিনি মাল্টিপল মায়লোমা রোগে আক্রান্ত হন, যা ক্যানসারের একটি রূপ। রোগটি অস্থি মজ্জাকে প্রভাবিত করে। সোমবার রাতে বিখ্যাত এই লোকসঙ্গীত শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল৷

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংগীতশিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। সঙ্গীতশিল্পী হিসেবে কর্মজীবনের শুরু থেকেই সারদাদেবী লোকসঙ্গীতকেই বেছে নেন। ভোজপুরী, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন।

তার মৃত্যুর সংবাদ জানান তার পুত্র অংশুমান সিনহা। তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনা, মায়ের জন্য আর্শিবাদ করবেন।’
সংগীতশিল্পী সারদা সিনহা প্রয়ানে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শোকজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বিশিষ্ট শিল্পী বলিউডের বিখ্যাত ছবিতেও গান গেয়েছেন সারদা। সালমান খান ও মাধুরী দীক্ষিতের ‘হাম আপকে হ্যায় কউন’ ছবিতে ‘বাবুল’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌছে গিয়েছিলেন।

সারদা পদ্মভূষণ সহ ১৯৯১ সালে পদ্মশ্রী, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন।

Link copied!