‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ প্রখ্যাত এই গজলের গীতিকার আবদুল কাদির হাওলাদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মারা যান।
জানা গেছে, কিছুদিন আগে তৃতীয়বারের মতো হার্টস্ট্রোক হয় গীতিকার আবদুল কাদির হাওলাদারের। তারপর তাকে রাজধানীর কাকরাইলে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
আজ আছরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
গীতিকার আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’সহ বিভিন্ন শিল্পিগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’, ‘কত জানাজার পড়েছি নামাজ’, ‘একদিন তোমারই নাম মসজিদে হবে এলান’সহ অসংখ্য জনপ্রিয় ইসলামী সঙ্গীতের লেখক তিনি।