• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৭ রজব ১৪৪৬

তামিমের অভিনয় প্রসঙ্গে বড় ভাই বললেন, ‘আল্লাহ আমাদের হেদায়েত দান করুন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:১৯ এএম
তামিমের অভিনয় প্রসঙ্গে বড় ভাই বললেন, ‘আল্লাহ আমাদের হেদায়েত দান করুন’
তামিম মৃধা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনয়ের পাশাপাশি তিনি ইউটিউবার ও গায়ক হিসেবেও পরিচিতি। সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোয়ে সঞ্চালক হিসেবে দেখা গেছে। সেখানে তামিমকে দেখে মনে হয়েছে আগের জীবনযাপন থেকে তিনি সরে এসেছেন।

বিষয়টি ঘিরে ভক্তদের মাঝেও ছিল কৌতূহল। এবার মিলল উত্তর। জানা গেল, অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন তামিম মৃধা।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’ তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন।

এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে।

এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন তামিম মৃধা।

Link copied!