দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেরার মুখে পড়েন । ১৯ জুন দুপুর ১২ টা ৫৫ মিনিটে সল্টলেকের ইডির দফতরে ঢুকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যখন বের হন তখন ঘড়ির কাঁটায় ৫টা ৪৯ মিনিট। অর্থাৎ প্রায় ৫ ঘণ্টা ধরে ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হল টলিউডের এভারগ্রিন নায়িকাকে।
হিন্দুস্থান টাইমস-এর তথ্য মতে, জিজ্ঞাসাবাদ শেষে যখন বের হন এই অভিনেত্রী তখন চোখেমুখে ক্লান্তির ছাপ। এসময় অভিনেত্রী বলেন, ‘আমাকে ওনাদের তদন্তের জন্য কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সেটা করে দিয়েছি।
ওনারা আমার সহযোগিতায় খুশি। এই দুনীর্তির সঙ্গে আমার কোনও যোগ নেই`।
ঋতুপর্ণা বলেন, ‘ওনারাও সহযোগিতা করেছেন, আমরাও করেছি। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না।
এরপরে যখন কিছু হবে আমি বলব’। ঋতুপর্ণাকে ফের তলব করা হয়েছে কিনা, সেই সম্পর্কেও কিছু জানাননি তিনি। শুধু বলেন, ‘এটা ডিপার্টমেন্ট আর আমাদের ব্যাপার’।
এদিন ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় ও আইনজীবী বিপ্লব গোস্বামী। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই জানিয়েছে ইডির সূত্র।