পাঠ্যবইয়ে জায়গা পেল তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজান। জুলাই-আগস্টে সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনকে বেগবান করা গানগুলোর মধ্যে অন্যতম ছিল দুটি র্যাপ সং। এর মধ্যে একটি ছিল ‘আওয়াজ উডা’ এবং অন্যটি ছিল মোহাম্মদ সেজানের ‘কথা ক’ গান।
প্রতিবাদী গান করার কারণে ওই সময়ের সরকারের রোষানলে পড়ার ঘটনাও ঘটেছে। এবার সেই গানের জন্যই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন হান্নান ও সেজান। সম্প্রতি এ নিয়ে দেশের একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে তরুণ দুই র্যাপার হান্নান ও সেজানের কথা। আর বইয়ে বলা হয়েছে―আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।
ইংরেজি বইয়ে ‘নতুন প্রজন্ম’ শিরোনামের সেই লেখায় আরও বলা হয়েছে, তাদের র্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম।
নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নানের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশ হওয়ার সপ্তাহখানেক পরই ২৫ জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। পরে ১২ দিন কারাগারে থাকার পর শেখ হাসিনা সরকারের পতন হলে মুক্তি পান তিনি। আর ১৬ জুলাই সেজানের ‘কথা ক’ প্রকাশের পরই বিদ্রোহের অংশ হয়ে ওঠে গানটি।