• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবা ঋষি কাপুরের মৃত্যুতে কেন কাঁদেননি রণবীর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ১২:৫৩ পিএম
বাবা ঋষি কাপুরের মৃত্যুতে কেন কাঁদেননি রণবীর?
অভিনেতা ঋষি কাপুর-রণবীর। ছবি: কোলাজ

প্রয়াত বরেণ্য অভিনেতা ঋষি কাপুর যখন মারা যান তখন এক ফোঁটা চোখের জল পর্যন্ত পড়েনি ছেলে রণবীরের! “শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে যেদিন বাবা প্রয়াত হন, কান্না আসেনি আমার"- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ময়কর কথা জানালেন বলিউড অভিনেতা রণবীর স্বয়ং। 

ঋষি কাপুরের ছেলে জানালেন, ছোট থেকেই বাবার সঙ্গে শ্রদ্ধা ও ভয়মিশ্রিত দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। ডাক্তররা খবর দেন যে ওই রাতই তার বাবার শেষ রাত হতে চলেছে, তা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। বুঝে উঠতে পারছিলেন না তার কী করা উচিত। প্যানিক অ্যাটাকও হয় তার।

বাবার প্রয়াণে তার যে তেমন দুঃখবোধ হয়নি এর জন্য কি অপরাধবোধে কখনও ভুগেছেন রণবীর? জবাবে অভিনেতা বলেন,  “আমাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াতে শেষ বয়সে যতটা অপরাধবোধে ভুগতেন বাবা, সেই তুলনায় অনেক কম ভুগি"। 

নিজের মন্তব্যের ব্যাখা হিসাবে রণবীর জানান, ঋষি কাপুরের ক্যানসারের চিকিৎসা চলাকালীন একবার রণবীরের ঘরে এসে আবেগপ্রবণ হয়ে যান তিনি। বর্ষীয়ান অভিনেতা যখন কান্নায় ভেঙে পড়ছেন তখন যে তাকে সান্ত্বনা দেবেন কিংবা শান্ত করবেন, সেটুকুও করে উঠতে পারছিলেন না।

রণবীরের কথায়, "সেদিন বুঝেছিলাম আমাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে বাবা কাঁদছেন আর আমি ছেলে হয়ে তখন তাকে যে এক গ্লাস পানি এগিয়ে দেব কিংবা বুকে জড়িয়ে ধরে শান্ত করব, সেটুকু করার সাহসও জুগিয়ে উঠতে পারিনি"।

কথা শেষে ‍‍`অ্যানিম্যাল‍‍` অভিনেতা সাফ সাফ জানান, বাবার মৃত্যুর পর মানসিক স্বাস্থ্যে বেশ সমস্যা হয়েছিল তার। এর জন্য মনোবিদেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে তাতে কোনও লাভ হয়নি কারণ নিজের বিষয় সবকিছু খুলে বলে উঠতে পারেন না রণবীর‌।এতটাই অন্তর্মুখী স্বভাব তার।

Link copied!