প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। মুক্তির ১০ দিন পেরিয়ে সিনেমাটির বক্স অফিস কালেকশন ২১০ কোটি রুপি ছাড়িয়ে গেছে , যা বাংলাদেশি মুদ্রায় ২৭৬ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের চেয়ে বিদেশেই বেশি আয় করছে সিনেমাটি। বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে এটি ৩০০ কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে বলে এ সময়ের বিশ্লেষণে মনে হচ্ছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি কালেকশন এসেছে উত্তর আমেরিকা থেকে। ১০ দিনে নর্থ আমেরিকার প্রেক্ষাগৃহে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ৪৭ লাখ ২০ হাজার ডলারের। দ্বিতীয় সর্বোচ্চ কালেকশন মধ্যপ্রাচ্যে থেকে, যা ২২ লাখ ৮০ হাজার ডলার।
এদিকে দীর্ঘদিন পর পরিচালকের চেয়ারে বসেছেন বলিউড নির্মাতা করণ জোহর। তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। গত ২৮ জুলাই ভারতের ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
জানা গেছে, সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। কিন্ত তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।