হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে এবং গ্রেপ্তার করা হয় দক্ষিণী অভিনেতাকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাকে।
এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। এই নিয়ে তিনটি প্রশ্ন তুললেন জনপ্রিয় এই পরিচালক। তার কথা, কুম্ভমেলাতেও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কারও পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? এক রাত কারাবাস করে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাড়ি ফেরেন দক্ষিণ ভারতের সিনেমার এই নায়ক। এই দিনই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান রামগোপাল। অল্লুকে সমর্থন করে তিনি প্রশ্ন তোলেন।
রামগোপালের প্রশ্ন, ‘কুম্ভমেলা বা ব্রাহ্মোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তা হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে?’ দ্বিতীয়ত, “রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো?” তৃতীয়ত “চলচ্চিত্র সংক্রান্ত কোনও অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দু’জনকেই গ্রেফতার করা হবে?” পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!
শুক্রবার (১৩ ডিসেম্বর) এই বিষয়ে মুখ খুলেছিলেন বলিউড স্টার ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতও। এই নায়িকার দাবি, কেউই এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। সাংসদ তথা অভিনেত্রী বলেছেন, ‘খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে অল্লু অর্জুনের বড় সমর্থক। কিন্তু এটাও বলব, কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনও ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না।’
শনিবার অল্লু বাড়ি ফিরতেই তার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন রানা দগ্গুবতী, নাগা চৈতন্যে সহ অনেকে।