৪৮তম টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিফ) অংশ নিচ্ছেন র্যাম্বোখ্যাত হলিউডের তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। টিফ ২০২৩ এর ‘ইন কনভার্সেশন উইথ...’ অনুষ্ঠানে যোগ দেবেন এই চলচ্চিত্র তারকা। তিনি এ অনুষ্ঠানে তার বিস্তৃত কর্মজীবন, অ্যাকশন চলচ্চিত্রে তার অপরিসীম অবদানসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। স্ট্যালোন ছাড়াও এ অনুষ্ঠানে যোগ দেবেন পেড্রো আলমোডোভার, লি বিয়াং-হুন, পার্ক সিও-জুন এবং অ্যান্ডি লাউ এর মত বিখ্যাত চলচ্চিত্র তারকারা।
টিফের প্রধান প্রোগ্রামিং কর্মকর্তা আনিতা লি বলেন, “চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি জাগিয়ে তোলার এবং গভীর পরিবর্তন আনার যে অসাধারণ ক্ষমতার রয়েছে তা প্রতিফলিত করবে ২০২৩ সালের ‘ইন কনভারসেশন উইথ...’ সিরিজ।” তিনি আরও বলেন, “সিলভেস্টার স্ট্যালোনসহ অন্য তারকাদের স্বাগত জানাতে আমরা সত্যিই রোমাঞ্চিত। এই সিরিজটি সব ঘরানার চলচ্চিত্র অনুরাগীদের আনন্দিত করার প্রতিশ্রুতি দিচ্ছে।”
লেখক, পরিচালক, অভিনেতা এবং প্রযোজক হিসেবে সিলভেস্টার স্ট্যালোন চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তি। তাকে রকি (১৯৭৬) চলচ্চিত্রটি তারকাখ্যাতি এবং একই সঙ্গে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন এনে দেয়। চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেন তিনি। রকির পাঁচটি সিক্যুয়েল এবং রকির চরিত্র নিয়ে তৈরি ক্রিড (২০১৫) মিলিয়ে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে দাঁড়ায় এটি।
সিলভেস্টার স্ট্যালোন ফার্স্ট ব্লাড (১৯৮২) চলচ্চিত্রের মাধ্যমে জন র্যাম্বোর সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেন। এছাড়াও তিনি রকি বালবোয়া (২০০৬), দ্য এক্সপেন্ডেবলস (২০১০)-এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। ক্লাসিক চলচ্চিত্রগুলো ছাড়াও ডেমোলিশন ম্যান (১৯৯৩), ক্লিফহ্যাঙ্গার (১৯৯৩), কপ ল্যান্ড (১৯৯৭), টেলিভিশন শো টুলসা কিং (২০২২)-এ তিনি অভিনয় করেন।