• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

রমজান এলে রোজা রাখি, সুরা তারাবি হলেও পড়ি : মিশা সওদাগর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৩:০৯ পিএম
রমজান এলে রোজা রাখি, সুরা তারাবি হলেও পড়ি : মিশা সওদাগর
অভিনেতা মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বরেণ্য এ অভিনেতা পর্দায় যেমন দাপটের সঙ্গে খল চরিত্রে নিজেকে মেলে ধরেন, বাস্তব জীবনে তিনি অবশ্য ভিন্ন মানুষ। এমনকি ধর্মীয় অনুশাসনেই নিজেকে রাখতে দেখা যায় তাকে।

নিয়মিত নামাজ পড়েন। রোজার মাসটাও সিয়াম সাধনার মাধ্যমেই কাটান বলে জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগর রমজান নিয়ে কথা বলেছেন মিশা।।

এই অভিনেতা বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখবে সবাই। যে কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপরে বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়েই করি। সম্মানের সাথেই করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজা উদযাপন করি। আমি ব্যক্তিগতভাবে বলব, ‘আমরা ঢাকাইয়া মানুষ। আমরা অনেক আগে থেকে রোজা রাখি। ছোটবেলা থেকেই রোজার সিস্টেমের মধ্যেই পড়ি।’

কাজের ব্যস্ততা থাকলেও রোজা ঠিকই রাখেন জানিয়ে অভিনেতা বলেন, ‘যারা যারা কাজ করি, যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখব। অবশ্যই নামাজ পড়ব। এবং যারা সম্ভব তারা সবাই তারাবি পড়ে। আমি পড়ব। সুরা তারাবি হলেও আমি পড়ব। কারণ শুটিং যখন থাকে তখন হয়তো খতম তারাবি পড়তে পারি না। তখন সুরা তারাবির উপরেই বেজ করতে হয়।’

এবার ঈদ দেশের বাইরে করবেন মিশা। তার কথায়, ‘আমার ছেলেরা দেশের বাইরে থাকে। তারা এবার দেশের আসছে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে আমি তাদের কাছে চলে যাবে। সেখানেই ঈদ করবো।’  

Link copied!