• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রজনীকান্তের ‘ভেট্টিয়ান’, তিন দিনে আয় ২০৫ কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০২:২১ পিএম
রজনীকান্তের ‘ভেট্টিয়ান’, তিন দিনে আয় ২০৫ কোটি টাকা
সুপারস্টার রজনীকান্ত। ছবি: সংগৃহীত

সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’ ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার হলে মুক্তি পেয়েছে। ছবিতে রজনীকান্তকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন টি. জে. জ্ঞানভেল। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। দুর্গাপূজার নবমীর দিনেও তা বজায় রাখে সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ৩ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৫.৮ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫০ কোটি রুপি। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৫ কোটি ৬৮ লাখ টাকার বেশি)। 

রজনীকান্ত, অমিতাভ বচ্চন ছাড়াও এ ছবিতে আছেন ফাহাদ ফাসিল, রান্না দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।

Link copied!