রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ১২:৫৮ পিএম
রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার
কঙ্গনা ,রাহুল গান্ধী। ছবি: কোলাজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মান্ডি আসনের সংসদ সদস্য কঙ্গনা রানাউত।  দেশের এবং দেশের বাইরের যে কোনো ইস্যু নিয়েই সরব থাকেন  বিজেপির সাংসদ ও অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। সেখানে রাহুল গান্ধীর ধাক্কাতে বিজেপির দুই সাংসদের আহত হওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পদ্মশিবির। এবার সেই ইস্যু নিয়েই সরব কঙ্গনা রানাউত।

রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে ‘জিম প্রশিক্ষক’ বলে কটাক্ষ করলেন সাংসদ-অভিনেত্রী। কোনওরকম রেয়াত না করেই ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার মন্তব্য, ‘এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সাংসদদের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনও সম্মান নেই।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ-অভিনেত্রী বলেন, “ভীষণ লজ্জাজনক। আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।”

ঘটনায় অনুরাগ ঠাকুর-সহ ৩ বিজেপি সাংসদ সংসদ মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বিজেপির দুই আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদি। ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদই জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। সারেঙ্গীর মাথা ফেটে রক্ত ঝরে। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি।

এই বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বলেন, ‘রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর জখম হয়েছেন। কোনও সাংসদ কীভাবে সংসদ চত্বরে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে। আপনি কি কুংফু-ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্যই শিখেছেন?’ সেই ইস্যুতেই রাহুল গান্ধীকে তোপ কঙ্গনা রানাউতের।

Link copied!