পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের একক কনসার্ট ২১ ডিসেম্বর। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ঢাকার মঞ্চে গাইবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইতে আসছেন রাহাত ফতেহ আলী খান।
এরই মধ্যে এক ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে কথা বললেন রাহাত ফাতেহ আলী খান। ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে রাহাত ফাতেহ আলী খান বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই, আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সকলের জন্য গান গাইতে আসছি, আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’
এই গজলশিল্পী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সকলের সাথে দেখা করব।’
রাহাত ফাতেহ আলীর ভাষায়, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’ তিনি বলেন, “২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।”
এদিকে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
এছাড়াও কনসার্টের দিন যেন কোনো রকম যানজট বা জনদুর্ভোগ তৈরি না হয়, সেজন্য কনসার্টের দিন দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী খোলা রাখবে জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট। এই দুটি গেট দিয়ে জরুরি প্রয়োজনে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী যাতায়াত করতে পারবেন।
তবে কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। আর বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন আয়োজকরা।
এসব চমকের আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করে সেনাবাহিনী। শিক্ষার্থীদের টিকিটেও সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর।