• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

শবনমের সঙ্গে রাহাত ফতেহ আলীর নৈশভোজ, যে কথা হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৩৮ এএম
শবনমের সঙ্গে রাহাত ফতেহ আলীর নৈশভোজ, যে কথা হলো
সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান অভিনেত্রী শবনম। ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যার্থে বাংলাদেশে আয়োজিত কনসার্টে ২১ ডিসেম্বর গেয়েছেন তিনি। গুণী এই শিল্পী বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছেন। 

সংক্ষিপ্ত সফরের মধ্যেও ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে একটি নৈশভোজে অংশ নেন এই গায়ক। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় দেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমের। এসময় নানা বিষয়ে আলাপচারিতায় মগ্ন ছিলেন তারা। এরপর একসঙ্গে ডিনার শেষে, ছবি তোলা শেষে  ফটোশুট।

আয়োজন প্রসঙ্গে শবনম বলেন, ‘গত মার্চ মাসে পাকিস্তানে একটি অনুষ্ঠানে আমার সঙ্গে রাহাত দেখা করেছিলেন। এবার ঢাকায় দেখা হলো। আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। শিল্পীর প্রতি শিল্পীর এই যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা এটাই এক জীবনের প্রাপ্তি।’

বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও স্বাধীনতার আগে উর্দু সিনেমাতে আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রিতে সব পুরস্কার ও স্বীকৃতিও অর্জন করেন এই অভিনেত্রী। 
১৯৪৬ সালে ঢাকায় জন্ম নেওয়া শবনম বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমার পাশাপাশি অসংখ্য উর্দু সিনেমাও অভিনয় করেছেন তিনি। সেসময় উর্দু সিনেমায় শবনম-ওয়াহিদ মুরাদ, শবনম-নাদিম জুটি ছিল ব্যাপক জনপ্রিয়।

শবনম ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে শবনম পাকিস্তানে সর্বোচ্চ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৩বার সর্বোচ্চ নিগার জয় করে অনন্য রেকর্ড গড়েছেন। দেশটির সিনেমায় তার অবদান এতটাই যে, সেখানে ‘মহানায়িকা’ বলা হয় তাকে।

শবনম অভিনীত সিনেমার তালিকায় রয়েছে, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচের পুতুল’-এর নায়িকা হিসেবেই বেশি চিনতেন। তারপর অবশ্য বাংলাদেশের ‘সন্ধি’, ‘শর্ত’, ‘সহধর্মিনী’, ‘যোগাযোগ’, ‘জুলি’, ‘বশিরা’, ‘দিল’সহ আরও অনেক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 

Link copied!