অনেক দিন ধরেই নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন বলে গুঞ্জন। মাঝে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে। সেসব ছাপিয়ে এবার গুঞ্জন উঠেছে যে রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন।
সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

জন্মদিনে মা ও তমাকে নিয়ে কেক কাটছেন রাফী। ছবি: সংগৃহীত
এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।
এবার রাফীর জন্মদিন পার্টির একটি ছবি শেয়ার করে তমা মির্জা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।