• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাকিব খানকে নিয়ে সুর পাল্টালেন রাফী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৪:৩৩ পিএম
শাকিব খানকে নিয়ে সুর পাল্টালেন রাফী
নির্মাতা রায়হান রাফি ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু। প্রেক্ষাগৃহের মালিক কিংবা প্রযোজক, সবার কেন্দ্রবিন্দু যেন শাকিব খান। গত ঈদুল আযহায় নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রীকে নিয়ে ব্যবসা সফল ‘প্রিয়তমা’ সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। এরপর থেকেই শাকিবকে নিয়ে সিনেমা করতে মুখিয়ে আছেন দেশের অনেক নির্মাতা। সেই দৌড়ে রয়েছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রাফীও। তবে, গেল ঈদে আফফান নিশোকে নিয়ে সুড়ঙ্গ সিনেমার প্রচারণার সময়ে শাকিব খানকে হেয় করে অনেক কথাই বলেছিলেন এই নির্মাতা। কয়েকমাস আগেই শাকিব খানের ক্যারিয়ার নিয়ে কটাক্ষ করলেও এবার নিজের পায়ের তলার মাটি আরও খানিকটা মজবুত করতে ঢালিউড সুপারস্টারকে নিয়ে সিনেমা তৈরি করতে গিয়ে সুর পাল্টালেন এই তরুণ নির্মাতা।

এর আগে নিজের সিনেমার প্রচারণার সময় রাফী জানিয়েছিলেন, শাকিব নাকি তার অনুরাগীদের দিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। যদিও তিনি সরাসরি এ নায়কের নাম উল্লেখ করেননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন।

রাফী বলেছিলেন, “একটা পক্ষ আছে তারা চায় এই জিনিসটা (অপপ্রচার) বিরাজমান রাখতে, আমাদের সিনেমা বাদে যেন কারও সিনেমা চলে না। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।”

তরুণ এই নির্মাতা আরও বলেছিলেন,“এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারও সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে। এজন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে। আমি তাদেরকে অনুরোধ করব, এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।”

ওই মন্তব্যের প্রায় পাঁচ মাস পর ভোল পাল্টালেন রাফী। শাকিব নিয়ে নতুন সিনেমা নির্মাণ প্রসঙ্গে রাফী বলেন, “আমি খুবই এক্সসাইটেড। কারণ, একসঙ্গে আলফা, এসভিএফ ও চরকি—তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতায় গেঁথে দুটি সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে এটা আমার প্রথম সিনেমা।”

রায়হান রাফী আরও বলেন, “সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয়, তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি, ‘তুফান’ বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।”

এদিকে শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের খবরে আনন্দিত শাকিবিয়ানরা। তবে নিকট অতীতের করা রাফীর নেতিবাচক মন্তব্যও ভুলে যাননি তারা। কেননা, অনলাইনে তো এখনও সেই ভিডিও ভেসে বেড়াচ্ছে। তবে বিজয়টা শাকিবের হয়েছে বলে মনে করছেন অনুরাগীরা। কারণ, বদনামকারীও দিনশেষে আত্মসমর্পণ করেছেন কিং খানের রাজত্বে।  

তবে, শাকিবকে নিয়ে রাফীর তুফান শিরোনামের সিনেমার শুরুতেই নকলের তকমা পেয়েছে। নেটিজেনরা দাবি করেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের পোস্টার হলিউডের সিনেমার  হুবহু কপি, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

Link copied!