দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি বক্স অফিসসহ দেশে-বিদেশে ঝড় তুলেছে।
মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে ‘পুস্পা টু’। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড।
সম্প্রতি আল্লু অর্জুন গ্রেপ্তার হওয়ায় হাইপ আরো বেড়ে যায়। বক্স অফিসে সিনেমাটির দাপুটে অভিযান এখনো চলমান। ১০ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?
ভারতীয় গণমাধ্যম স্যাকনিল্কে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমা ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ৯১০.৮৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৯৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০৫.৮৫ কোটি রুপি যা প্রায় ১৬০০ কোটি টাকা।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।