দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি বক্স অফিসসহ দেশে-বিদেশে ঝড় তুলেছে। সাধারণ দর্শক থেকে সমালোচক, মোটাদাগে সবাই পছন্দ করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর অনলাইন সংস্করণে ‘পুষ্পা ২’ নিয়ে লেখা হয়েছে, ‘ছবির প্রথমার্ধের কিছু জায়গা ধীরগতির। তবে দ্বিতীয় ভাগ টান টান ও অ্যাকশনে ভরপুর। আর সেখানেই রয়েছে “পুষ্পা ৩: দ্য র্যামপেজ”-এর আভাস। ছবির প্রাণভোমরা অবশ্যই আল্লু অর্জুন। অভিনেতাকে দেখতে দেখতে আশির দশকের “দয়াবান” সিনেমার বিনোদ খান্নার কথা মনে পড়েছে।’
সমালোচক ভরদ্বাজ রঙ্গন ইউটিউব চ্যানেল গালাটা প্লাস-এ বলেন, ছবিটিতে আল্লু অর্জুন দুর্দান্ত। আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিলের দ্বৈরথও দারুণ; কিন্তু পরে নতুন খলনায়কেরা আসার পর ছবি গতি হারায়।
ইউটিউব চ্যানেল ‘অরিত্রস জ্ঞান’-এ অরিত্র সিনেমাটি নিয়ে নিজের ভিডিওতে বলেছেন, ‘ছবির প্রতিটি দৃশ্যই খুব উপভোগ্য। পুরো সিনেমাটাই জমজমাট। কেবল অ্যাকশন নয়, পুরো সিনেমাটি বরং বুদ্ধির খেলা। আল্লু অর্জুন দুর্দান্ত, দেখার পর আপনিও বলবেন এ ছবির জন্যও তার জাতীয় পুরস্কার পাওয়া উচিত।’ ছবিতে রাশমিকা মান্দানার পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ ‘পুষ্পা ২’কে ৫-এ ৫ দিয়েছে। গণমাধ্যমটি লিখেছে, ‘আল্লু অর্জুনের এই পারফরম্যান্স মিস করা উচিত হবে না।’ আরেক গণমাধ্যম ডিএনএ ৫-এ ৪.৫ দিয়ে লিখেছে, ‘ছবিটি বাণিজ্যিক সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। ভক্তদের প্রত্যাশা বলা যায় কড়ায় গন্ডায় মিটিয়েছে।’
পিঙ্কভিলা ছবিটিতে ৫-এ ৩.৫ দিয়েছে। এই গণমাধ্যম লিখেছে, ‘বাণিজ্যিক উপাদানে পুরোপুরি ভরপুর এই সিনেমা। আল্লু অর্জুনের নায়কোচিত পারফরম্যান্স, দুর্দান্ত অ্যাকশন, মজ সবাই আছে। তবে চিত্রনাট্য আরও ভালো হতে পারত।’
‘পুষ্পা ২’ সিনেমাতেই স্পষ্ট হয়েছে, সামনে ‘পুষ্পা ৩’ আসবে। সেই সিনেমায় ‘পুষ্পা’ হয়তো হাজির হবেন জাপানে। সে গল্প জানতে আরও অপেক্ষা করতে হবে।