• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

‘পুষ্পা টু’,৩০ দিনে আয় ২৩৮৯ কোটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ১২:৩৫ পিএম
‘পুষ্পা টু’,৩০ দিনে আয় ২৩৮৯ কোটি
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহতি

দক্ষিণ ভারতের সিনেমা ‘পুষ্পা টু’ ৩০ দিনে আয় করল ২৩৮৯ কোটি টাকা। বক্স অফিসের ফলাফল বলছে, পরিচালক সুকুমারের অক্লান্ত পরিশ্রমের মূল্য ফেরত দিয়েছেন দর্শকরা।

দুই হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশ শুরু হয়েছে। নতুন বছরেও বক্স অফিসে নিজেদের রাজত্ব ধরে রাখতে পেরেছেন ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীবল্লী’ রাশমিকা। মুক্তির এক মাস পরও বলিউডের ‘বেবি জন’, কন্নড় ভাষার ‘ম্যাক্স’ সিনেমার দৌরাত্ম্যে কুপোকাত হননি আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যম স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ৩১ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪২৩ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৬৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৮৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি)।

এদিকে বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। 

Link copied!