• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

বিচারক হয়ে ফিরলেন পূর্ণিমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০২:৪৫ পিএম
বিচারক হয়ে ফিরলেন পূর্ণিমা
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে না দেখলেও নানা ইভেন্টে দেখা মেলে তার। এরই ধারাবাহিকতায় এবার  বিচারক হয়ে এলেন সবার সামনে।

মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক  রিয়েলিটি ‘সেরা রাঁধুনী’-এর শোর বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিন প্রজন্মেরএই অভিনেত্রী। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।

বিচারক হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্নার অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন অনেক উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।

’পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এখনো নির্মানাধীন। সাত বছর ধরে থমকে আছে সিনেমা দুটি। সিনেমাগুলোর কাজ শেষ হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। অন্যদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও শোবিজে পূর্ণিমার উপস্থিতি বরাবরই নজরকাড়া।

Link copied!