• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্কের জামাইকায় ‘প্রহেলিকা’ প্রদর্শনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৭:২৩ পিএম
নিউইয়র্কের জামাইকায় ‘প্রহেলিকা’ প্রদর্শনী
মাহফুজ আহমেদ ও বুবলি। ছবি: সংগৃহীত

গেল ঈদে মুক্তি পাবার পর থেকেই বেশ আলোচনায় মাহফুজ আহমেদ ও বুবলি অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি। দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশসহ দেশের বাইরেও বেশ প্রশংসা কুড়িয়েছেন মাহফুজ।

দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পরে এবার গেল ৬ই অক্টোবর জ্যামাইকায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় সিনেমাটির। দর্শকদের ব্যাপক উৎসাহের কারণে নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে ‘প্রহেলিকা’র প্রদর্শনী আরও এক সপ্তাহ বর্ধিত করা হয়েছিল। সিনেমাটির জয় জয়কার চলছে উত্তর আমেরিকার চারিদিকে। এদিকে আমেরিকার আরও ৬টি শহরে ২৭শে অক্টোবর মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

দেশের বাইরে মুক্তি প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জামাল হোসেন বলেন, ‘‘দেশের বাইরে দর্শকদের এমন প্রতিক্রিয়ায় আমি আপ্লূত। প্রথমবারের মতো আমি সিনেমা প্রযোজনা করেছি। দর্শক আমাকে হতাশ করেনি। নির্মাতা ও অভিনয় শিল্পীদের ওপর আমার আস্থা ছিল। সেটির ফল পাচ্ছি দর্শকদের কাছে। দেশে-বিদেশে সবাই সিনেমাটির প্রশংসা করছে। আমি মনে করি, এভাবে দর্শক আমাদের সিনেমা দেখলে বাংলা সিনেমা আরও অনেক দূর যাবে।’’ 

Link copied!