সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘শুটার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কিছু সিনেমার প্রযোজক ছিলেন এমডি ইকবাল। সিনেমা ইন্ডাস্ট্রির এই আলোচিত প্রযোজক ও পরিচালককে হত্যার হুমকি দেয়া হচ্ছে। কয়েক দিন ধরে বিভিন্ন সময়ে ১৫টি নম্বর থেকে ইকবালের ব্যক্তিগত নম্বরে ফোন করে এই হুমকি দেয়া হয়েছে।
এ বিষয়ে এমডি ইকবাল বলেন, ‘বরবাদ’ সিনেমা নিয়ে মন্তব্য করার জেরে আমাকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে। বরবাদ সিনেমা কীভাবে সেন্সর পায়।
এছাড়া এর আয় নিয়ে কথায় বলায় আমাকে বারবার মোবাইল ফোনে কে বা কারা হুমকি অব্যাহত রেখেছে। ওদের নম্বর আমার কাছে রয়েছে।
তিনি আরও বলেন, ফোনদাতারা আমাকে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিতেও হুঁশিয়ারি দিয়েছে। এই প্রযোজক বলেন, ‘ওরা কী মনে করেছে, আমি কী ভাইসা আসছি। শিগগিরই আমি থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানাবো। আমার ব্যক্তিস্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি সিনেমার মানুষ। কোন সিনেমা কতটা ব্যবসা করে তা আমার ভালোই জানা আছে। আমাকে এসব হুমকি দিয়ে লাভ নাই।’
ইকবাল বলেন, দেশে আইন আছে। আমি আইনের সহায়তা নেবো। একটা সময় শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ইকবাল। নায়কের ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও শাকিবের পক্ষ নিয়ে কথা বলতেন এই প্রযোজক। তবে হঠাৎ করেই তাদের বন্ধুত্বের ছন্দপতন ঘটে।