• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

এফডিসিতে প্রবীর মিত্রের জানাজা সম্পন্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:০৭ পিএম
এফডিসিতে প্রবীর মিত্রের জানাজা সম্পন্ন
প্রবীর মিত্রর জানাজা। ছবি: সংগৃহীত

রাজধানীর বিএফডিসিতে অভিনেতা প্রবীর মিত্রের জানাজা সম্পন্ন হয়েছে সোমবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটে। বরেণ্য এই অভিনেতার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিএফডিসিতে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে তাকে তার দীর্ঘদিনে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন, নায়ক আলমগীর,  উজ্জল, মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, ইমন, প্রযোজক খোরশেদ আলম খশরু, পরিচালক ছটকু আহমেদ, নায়ক বাপ্পী চৌধুরী, ইমন,মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।

সবার শ্রদ্ধা নিবেদন শেষে প্রবীর মিত্রর জানাজা শুরু হয় বেলা ১টা ৪০ মিনিটে। এরপর দ্বিতীয় জানাজা চ্যানেলআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।

Link copied!