ঈদুল আজহাতে মুক্তি পাওয়া শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। ঢালিউডের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘প্রিয়তমা’। দেশের প্রেক্ষাগৃহের সঙ্গে তাল মিলিয়ে বিদেশেও রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে `প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি শনিবার (৫ আগস্ট) সিডনির হোয়েটস ব্যাংকস টাউন সিনেমা হলে প্রিমিয়ার হবে। এদিকে প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে সিনেমাটি দুটি শো হতে যাচ্ছে। এর পর সিডনির ব্যাংকস টাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটানের পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সব স্টেটের ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের সিনেমাটি।
অস্ট্রেলিয়ায় প্রিয়তমা পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। ঈগল এন্টারটেইনমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাবিবর চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। ওনার ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশী ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও সিনেমাটি দেখতে আগ্রহী। সিনেমাটি ঘিরে দুই দেশের দর্শকদের মধ্যেই বিপুল আগ্রহ দেখছি। প্রিয়তমা বাংলাদেশ মাত করেছে। ঈদের পর থেকেই সেই আঁচ অস্ট্রেলিয়াতেও। অস্ট্রেলিয়ান দর্শকরা প্রিয়তমার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।”
এছাড়াও অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহাতে রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।